রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কখন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম প্রিয়জনদের খুশি রাখার সহজ উপায় বাংলাবাজার পত্রিকা.কম শরীরের রোগ প্রতিরোধে ও সুরক্ষায় ‘গোল্ডেন মিল্ক’ বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সাংবাদিক মার্ক টালি আর নেই বাংলাবাজার পত্রিকা.কম নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাবাজার পত্রিকা.কম সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাবাজার পত্রিকা.কম কঠোর হস্তে দুর্নীতি দমনের ঘোষণা তারেক রহমানের বাংলাবাজার পত্রিকা.কম হাসিনার প্রকাশ্য বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাবাজার পত্রিকা.কম হেভিওয়েট রাজনীতির অবসান হবে: সারজিস আলম বাংলাবাজার পত্রিকা.কম ‘কৃষি ছাড়া উত্তর দেব না’, ছাত্রলীগ নেতার ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

শরীরের রোগ প্রতিরোধে ও সুরক্ষায় ‘গোল্ডেন মিল্ক’

শরীরের রোগ প্রতিরোধে ও সুরক্ষায় ‘গোল্ডেন মিল্ক’

প্রাচীনকাল থেকেই ভেষজ চিকিৎসায় হলুদের ব্যবহার হয়ে আসছে। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যখন দুধের সাথে মেশানো হয়, তখন এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। এই মিশ্রণটি শরীরকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।


বিশেষ করে হলুদে থাকা ‘কারকিউমিন’ উপাদান শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে এবং পিরিয়ড চলাকালীন শারীরিক অস্বস্তি দূর করতে অত্যন্ত কার্যকরী।


যাদের অনিদ্রা বা ঘুমের সমস্যা রয়েছে, তাদের জন্য হলুদ দুধ একটি আদর্শ প্রাকৃতিক সমাধান। এটি মস্তিষ্ককে শান্ত রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে।


এছাড়া সর্দি-কাশি ও গলা ব্যথার উপশমে গরম হলুদ দুধ জাদুর মতো কাজ করে।


নিয়মিত এই পানীয় গ্রহণ করলে শরীরের বিপাক হার বা মেটাবলিজম বৃদ্ধি পায়, যা অতিরিক্ত মেদ ঝরিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা পেতেও এর জুড়ি নেই।



হলুদ দুধ পানের সঠিক সময় নিয়ে বিশেষজ্ঞদের বিশেষ কিছু পরামর্শ রয়েছে।


মূলত তিনটি সময়ে এটি বেশি উপকারী। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম হলুদ দুধ পান করলে শরীর সুস্থ থাকে এবং ঘুম গভীর হয়। আবার সকালে খালি পেটে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সারাদিন কর্মক্ষম থাকা যায়।


এছাড়া ঋতু পরিবর্তনের সময় যখন ঠান্ডা লাগা বা সাধারণ শারীরিক সমস্যা বাড়ে, তখন নিয়মিত হলুদ দুধ পান করা একটি প্রাকৃতিক রক্ষা কবজ হিসেবে কাজ করতে পারে।


সম্পাদক : অপূর্ব আহমেদ