মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মেয়েদের ঝরে পড়া চুল রপ্তানি করে কোটি টাকা আয়

মেয়েদের ঝরে পড়া চুল রপ্তানি করে কোটি টাকা আয়

বাংলাদেশে গ্রাম থেকে শহরে মেয়েদের ঝরে পড়া চুল এখন আর ফেলনা না। এসব ফেলে দেয়া চুল দিয়েই আসছে শত-কোটি টাকার বৈদেশিক মুদ্রা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিজ উদ্যোগে গড়ে তুলেছে শত শত চুল প্রসেসিং এর কারখানা।

এসব কারখানার অধিকাংশই উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থিত। এতে প্রায় ২০ হাজার পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বদলে গেছে তাদের ভাগ্য। নারী-পুরুষ কাজ করে আয় করছে হাজার হাজার টাকা। আর এই চুলের মহাজন বা মালিকরা এখন কোটিপতি।

কারখানাগুলো ঘুরে দেখা গেছে, প্রথমে লোহার কাটা বা কাঁচি দিয়ে জড়ানো চুলগুলো ছাড়িয়ে লম্বা করে গোছা করা হয়। এরপর গোছাগুলো শ্যাম্পু দিয়ে একাধিকবার ধুয়ে রোদে শুকিয়ে নেয়া হয়। শুকানোর পর ছোট বড় বাছাই করা হয়। এরপর গাডার দিয়ে বেঁধে ছোট বড় আলাদা করে প্যাকেটজাত করে আনা হয় ঢাকায়। এখান থেকে দেয়া হয় বায়ারদের।

২০০২ সালের দিকে ভারত সীমান্তে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কিছু বেকার যুবক চোরাচালানীর কাজে লিপ্ত ছিল। এরা ভারত থেকে মাদকসহ নানাবিধ মালামাল আনা-নেয়া করতো। এই যুবকরাই প্রথম ভারতীয় চোরাচালানীদের কথামত নিজ এলাকা থেকে অন্যান্য চোরাই পণ্যের সাথে নারীদের মাথার চুল ভারতে পাচার শুরু করে।

তখন চীন, কোরিয়ার বায়াররা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে চুল ক্রয় করতো। এক পর্যায়ে বায়াররা জেনে যায় বাংলাদেশের মহিলাদের মাথার চুল লম্বা এবং সুন্দর। তারা বাংলাদেশে আসে। পরিচয় হয় কার্পাসডাঙ্গার চুল চোরাচালানীদের সাথে। তারা প্রস্তাব দেয় ভাল চুল সরবরাহের। এরপর থেকে যুবকরা চোরাচালানীর পথ ছেড়ে গ্রামে-গঞ্জে ও শহরের আনাচে-কানাচে কুড়াতে থাকে মহিলাদের মাথার চুল।

এভাবে ক্রমেই ছড়িয়ে পড়ে পরিধি। চুল সংগ্রহ বাড়তে থাকে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অন্তত ২ হাজার কেজি চুল আমদানি হয় চুয়াডাঙ্গায়। আর দেশের সবচেয়ে বড় চুলের হাট কার্পাসডাঙ্গা।

এসব কারখানায় একজন দক্ষ শ্রমিকের বেতন ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। মহিলা শ্রমিকরা মূলত চুক্তিবদ্ধভাবে গুটি চুল বাছাই এবং পরিষ্কারের কাজ করে থাকে। প্রতি ১০০ গ্রাম গুটি চুল বাছাই এবং পরিষ্কার করতে তারা পেয়ে থাকে ১০০ থেকে ১৫০ টাকা। সে হিসেবে একজন মহিলা শ্রমিক মাসে এ কাজ করে ৫ থেকে ৬ হাজার টাকা আয় করে। কারখানাগুলো ঘুরে দেখা যায়, এখানকার শ্রমিকরা একে অপরের সাথে পাল্লা দিয়ে কাজ করে চলেছে।


এক সময় এসব এলাকার নারী-পুরুষরা সীমান্তে চোরা চালান কাজে লিপ্ত ছিল। সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কারণে তারা অনেকটাই বেকার হয়ে পড়ে। ঢাকা, কুমিল্লা, নঁওগা, বরিশাল, চিটাগাং এলাকায় চুলের কারবারের কথা শুনে তারা দলে দলে স্থানীয়ভাবে ফেরী করে গুটি চুল সংগ্রহ করে কেনা-বেচা করতে থাকে। এ ব্যবসায় লাভ হবার কারণে এবং এর ব্যাপক চাহিদা দেখে তারা চুল প্রসেসিং কারখানা করতে উদ্যোগী হয় এবং তাদের মহাজনদের পরামর্শক্রমে নিজেরাই কারখানা গড়ে তোলে।


২০০৩ সালের শেষের দিকে মাত্র কয়েকটা ছোট কারখানা তৈরির মাধ্যমে শুরু হয় এই এলাকার চুল প্রসেসিং কারখানা। আর এখন সীমান্তবর্তী এসব এলাকায় গড়ে উঠেছে প্রায় ৫শ' থেকে ৬শ' টির মত ছোট বড় কারখানা। এসব কারখানায় কর্মসংস্থান যোগাচ্ছে প্রায় ২০ হাজারের মত পরিবারের। প্রতিদিন পরিবহন যোগে শত শত কেজি গুটিচুল চলে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব এলাকায়।


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের কারখানা মালিক মনির হোসেন জানান, প্রথমে তিনি ৩-৪ কেজি চুল দিয়ে কারখানা শুরু করেন। বর্তমানে তার কারখানায় প্রতিদিন ৩০ থেকে ৪০ কেজি চুলের কাজ করা হয়। পুরুষ এবং মহিলা শ্রমিক মিলে প্রায় ১০০-১৫০ জন শ্রমিক নিয়মিত কাজ করছে তার কারখানায়। চুলের মহাজনদের কাছ থেকে গুটি চুল আনার পর থেকে রেমি চুল প্রস্তুত করা পর্যন্ত নারী-পুরুষ উভয়ই দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।


এই গুটি চুল প্রথমে মহিলা শ্রমিকের মাধ্যমে গুটি ছাড়িয়ে আলাদা করে প্রাথমিক পরিষ্কার এবং বাছই কাজ করা হয়। এরপর বাছাই করা চুলগুলো শ্যাম্পু দিয়ে পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করা হয়। পরিষ্কার করা এই চুল কারখানার ভেতরে নিয়ে কাটিং মেশিনের মাধ্যমে কাচি করা হয়। কাচি করা চুলগুলোকে একই সাথে রাবার দিয়ে ছোট ছোট গোছায় বেঁধে আলাদা করা হয়।


কারখানায় এই ছোট গোছা করা চুলগুলোকে বলা হয় লাচি। এই লাচি করা চুল পুনরায় শ্যাম্পু দিয়ে ধুয়ে বাতাশে শুকানো হয়। শুকিয়ে চুল যখন উজ্জল হয় তখন এগুলোকে শেষবারের মত কাটিং মেশিনে নেয়া হয় ফিতা দিয়ে মেপে গ্রেডিং করে রেমি তৈরির জন্য। এই রেমি করা চুলই কারখানা থেকে বিক্রির জন্য প্রস্তুতকৃত চুল।


চাইনা থেকে বায়াররা সরাসরি কারখানায় এসে তাদের কমিশনভুক্ত লোকের মাধ্যমে এই চুল কিনে নিয়ে যায়। চুল বিক্রি করতে তেমন কোন ঝামেলা পোহাতে হয়না। কিছু কিছু কারখানা মালিকরা আবার বাড়তি লাভের আশায় নিজেরায় ঢাকাতে গিয়ে চুল বিক্রি করে থাকে।


কার্পাসডাঙ্গা চুল প্রসেসিং ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম জানান, আমাদের এলাকার সকল চুল ব্যবসায়ীরা বেশ স্বাচ্ছন্দে ঝামেলা ছাড়াই ব্যবসা করে যাচ্ছে।


রেমি (প্রসেসিং) চুলের দৈঘ্যের ওপর এর মূল্য নির্ভর করে। চুল যত লম্বা হবে বাজার দরও তত বেশি হবে। চুলের এই দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে এর বাজার মূল্য সর্বনিন্ম ৬ ইঞ্চি চুল ১ হাজার ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২-৩২ ইঞ্চি সাইজের চুল প্রতিকেজি ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।


বর্তমানে প্রতিদিন দামুড়হুদা এলাকা থেকে ৫০০ থেকে ৬০০ কেজি প্রসেসিং চুল বায়ারদের কাছে যায়। এই চুলের গড় মূল্য প্রায় ১ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে যখন বিভিন্ন শিল্প গড়ে তোলার জন্য ব্যাংক ঋণ নিয়ে ঋণখেলাপীর মতো ঘটনার জন্ম হচ্ছে একটির পর একটি। ঠিক তখনই নিজ উদ্দোগে গড়ে তোলা এই চুল প্রসেসিং কারখানা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভাবনার নতুন ক্ষেত্র সৃষ্টি করেছে।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, এই ফেলনা চুল রপ্তানি করে সবচেয়ে বেশি মুদ্রা এসেছে ২০১৫-১৬ অর্থবছরে এক কোটি ১৪ লাখ মার্কিন ডলার। বর্তমানে চীনসহ কিছু দেশ বাংলাদেশে এসে এই খাতে বিনিয়োগও করছে। ফলে ছোট একটি খাত হলেও সেটি ধীরে ধীরে সম্ভাবনা জাগাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ