গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও চাকরির শর্ত সংশ্লিষ্ট ১০ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শত শ্রমিক।
বিক্ষোভের কারণে মহাসড়কের দুপাশে ব্যাপক যানজট তৈরি হয়েছে। আটকা পড়েছেন অসংখ্য অফিসগামী যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শ্রমিক মনির হোসেন বলেন, “সাত মাসের চুক্তি অনুযায়ী আমাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ প্রতিদিন কাল-কাল করে সময়ক্ষেপণ করছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।”
একই কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, “আমাদের ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। এরিয়া বিল পরিশোধ, যোগ্যতাভিত্তিক পদায়ন, অযোগ্যদের অপসারণসহ এসব দাবিতে আমরা আন্দোলন করছি, যা আমাদের ন্যায্য অধিকার।”
আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “শ্রমিকদের ১০ দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু তারা কোনো কথা না শুনে সড়ক অবরোধ করে রেখেছেন।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, “পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু তারা ইটপাটকেল ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।”