শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মেহেবুব হকের প্রেমের কবিতা 'ওগো সখি'

মেহেবুব হকের প্রেমের কবিতা 'ওগো সখি'

ওগো সখি,
এ জগত কেবলই প্রেমময়, করেছি পণ
কাটাব তোমার সনে তিমির রাত্রি নির্ভয়।
বেঁধেছ তুমি মম হৃদয় তুষার-শুভ্র মমতায়
ষোল কলায় পূর্ণ মানবী তুমি অপরূপা নির্দ্বিধায়।
ওগো সখি,
জানিনা আমি ভালবাসা কারে কয়,
তব সঙ্গে হৃদয়ে নৃত্যে কে যেন বাঁশি বাজায়।
তবে কি হয়েছে মন চুরি কে জানে ,কবে যে
হারিয়েছি আমি ঐ আকশের দূর নীলিমায়।
ওগো সখি,
এ জগত কি শুধুই যাতনাময়, হৃদয়ে ক্ষত
কেমনে সারাবো, কোথায় পাব সেফা বল আমায়।
যার সনে মিশলে অনুভব করি স্বর্গ, সেইতো করবে
আরোগ্য আমায়, হবে আমার ভুবন শুধুই আলোকময়।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন