‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন মানবতার কবি মোঃ মেহেবুব হক। পশ্চিমবঙ্গের ‘আমার আশা ফাউন্ডেশন’র উদ্যোগে অনন্য লেখার জন্য মো: মেহেবুব হককে ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে।আইসিএএলডিআরসি (ভাষাগত ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ), আইআরসিএসসিডি (পশ্চিমবঙ্গ, ভারত), অমর আশা ফাউন্ডেশন (পশ্চিমবঙ্গ, ভারত) আয়োজিত ভারতের পশ্চিমবঙ্গের হাবরার রাজনন্দীনি ব্যাঙ্কুয়েট হলে ৩ জানুয়ারি উক্ত অ্যাওয়ার্ড প্রদান করা হয়।কবি মেহেবুব হকের ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রাপ্তি নিয়ে কবিকে ফেসবুকের কমেন্টে তার ভক্তরা প্রসংশায় ভাসিয়েছেন- এক ভক্ত Sonali Chowdhury · মেহেবুব হককে অভিনন্দন জানিয়ে লিখেছেন:
এই পুরষ্কার শুধু আপনার নয়,এই পুরস্কার আপনার সাথে,সাথে আপনার শ্রদ্ধেয় মাতা,পিতা সহ আপনার পুরো পারিবারিক আবহের এক সমৃদ্ধ অর্জন! একজন মানুষ জন্মলাভ করলেই সে মানুষ হয়ে ওঠে না তার জন্য প্রথমেই তার পারিবারিক শিক্ষা,নীতি,নৈতিকতা ও মানুষকে নিয়ে পরিশুদ্ধ ভাবনার বীজ শৈশবেই রোপিত হয় হৃদয় জমিনে!যেটা সময়ের সাথে,সাথে এগিয়ে আরো তাড়িত করে তাকে বিপন্ন মানুষের জন্য কিছু করার এক উদগ্র প্রয়াস!আপনি আপনার ভীষণ ব্যস্ত ও চ্যালেঞ্জিং প্রফেশনাল লাইফের বাইরেও যে সমৃদ্ধ লেখনী দ্বারা মানব মনের উৎকর্ষ সাধনের চেষ্টা করে চলেছেন তারই মানবিক,ও ঈশ্বর প্রদত্ত সন্মান এই ছোট্ট পুরষ্কার! আগামীতেও এই সৃজনশীল মানবিক আয়োজন এগিয়ে চলুক এবং আপনার প্রাপ্তির ঝুলি ভরে থাকুক পৃথিবীর সকল মানুষের ভালোবাসায় ও কৃতজ্ঞতায়!এক আকাশ শুভকামনা সবসময়ই আপনার জন্য, শ্রদ্ধেয়!
Syeda Habiba কবি মেহেববু হক কে অভিনন্দন জানিয়ে লিখেছেন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আমরা ধন্য আপনার মত একজন সাহিত্য প্রেমিক আমাদের সাহিত্য জগতে এসে আমাদের নতুন প্রজন্মদের জন্য কিছু করে যাচ্ছেন । ভবিষ্যৎকে উজ্জ্বল করছেন সামনে আরো অনেক বড় বড় পুরস্কার পাবেন আশা করি একসময় বাংলা একাডেমীর পুরস্কার পাবেন সেই শুভ কামনা করছি ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার সাধনায় মগ্ন থাকেন সেই কামনা করি আমিন।
জায়েদ হোসাইন লাকী কবিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন,
এটা মোটেই ছোট কোনো পুরস্কার নয় প্রিয় কবি। আপনি এগুলো সহ আরও অনেক বড় পুরস্কার ডিজার্ভ করেন। আমি সাক্ষ্য দিচ্ছি। আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন রইলো।
উল্লেখ্য, এর আগে কবি মেহেবুব হক, কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত “জাতীয় সাহিত্য উসব-২০২৩” অনুষ্ঠানে কাব্যসাহিত্যে অবদানের জন্য তিনি ‘জাতীয় সাহিত্য পুরস্কার’ ও সনদপত্র পান।
এছাড়াও ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক আয়োজিত ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’, ৮ম ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ পুরস্কার, ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩ , সম্মাননা সনদসহ ফেলোশীপ অর্জন করেন ।
কবির প্রকাশিত একাধিক কাব্যগ্রন্থগুলো হলো- ‘প্রজ্ঞার আলো’ ‘তুমি ভালো থেকো’ ‘ভালোবাসার অচিন পাখী’‘মুগ্ধতার অন্তহীন দিগন্তে’ ‘ভালোবাসার নীলপদ্ম’ ‘নিরন্তর তুমি’ ‘মানবতার দর্পণ’ ‘নীল প্রজাপতি’ ‘নাতে রাসুল(সা:)’ ‘মহা মানব’ ও ‘ঐশী ছোঁয়া’। অনিন্দ্য প্রকাশ ও পারিজাত প্রকাশনী থেকে কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে।
কবি মো: মেহেবুব হক ছোটবেলা থেকেই তিনি সাহিত্যনুরাগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তবে কর্মজীবনে প্রবেশের পরই তার সাহিত্য প্রতিভার বিকাশ হতে থাকে এবং ২০১৯ সাল হতে তার প্রকাশনা শুরু হয়। তিনি প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ব্যস্ত সময় পার করেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০ টি।
কবি মোঃ মেহেবুব হক। পেশায় একজন কাস্টমস কর্মকর্তা হলেও তিনি মূলত মানবতার কবি। মেহেবুব হক মানব প্রেম এবং মানবতা নিয়ে লিখে চলেছেন অবিরাম। স্ত্রী আর সন্তানের অনুপ্রেরণায় মূলত তার লেখালেখির জগতে আসা। মানবতার কবি লিখে চলেছেন মানুষের কথা। মানুষ হয়ে মানবীয় গুণাবলি অর্জন করে প্রকৃত মানুষ হতে না পারলে মানবজীবনের সার্থকতা থাকে না- সেই বোধশক্তি জাগ্রত করার জন্য তিনি বারবার সমাজের মানুষকে আহ্বান করেছেন তাঁর কবিতার ছন্দে।