বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
সংবাদ শিরোনাম

জমে উঠছে বইমেলা

জমে উঠছে বইমেলা

ধীরে ধীরে জমে উঠছে বইমেলা। তৃতীয়দিনে লেখক পাঠকদের উপস্থিতি বেড়েছে।

বেড়েছে প্রকাশিত নতুন বইয়ের সংখ্যাও।  অনেকেই পরিবার নিয়ে আসছেন মেলা প্রাঙ্গণে।  

এরমধ্যে মেলায় এসেছে নতুন ৩২টি বই। তার মধ্যে আটটি উপন্যাস, ১০টি কবিতার বই, একটি ইতিহাসের বই এসেছে। এছাড়াও রাজনীতির দুটি, গবেষণামূলক একটি, আত্মজীবনীমূলক দুটি বই রয়েছে।  

মেলায় বিভিন্ন স্থানে দল বেধে অনেকেই আড্ডায় মেতেছেন। গল্প-গানে আড্ডায় তারা আনন্দময় সময় কাটাচ্ছেন।  

বইমেলায় হচ্ছে লেখক পাঠকদের মিলনমেলাও। অনেক পাঠক পছন্দের লেখকের বই খুঁজে অটোগ্রাফও নিচ্ছেন। 

মেলায় এসেছেন কিশোর সৃজন। তিনি সাইন্স ফিকশান, ভ্রমণ বা রোমাঞ্চকর বই খুঁজছেন। মেলা থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বইও কিনেছেন। তিনি বলেন, মেলায় এসে বেশ ভালো লাগছে। আমার পছন্দ বৈজ্ঞানিক কল্পকাহিনী। সে রকম বই খুঁজছি।  

মেলায় এসেছে শিশুরাও শিশু প্রাঙ্গণে ঘুরে ঘুরে নানা ধরনের বই দেখেছে। অধিকাংশ বই ভিন্ন গল্পের বই। মেলার এ অংশটিও বেশ জমজমাট ছিল আজ।

 বইমেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রবেশপথের ব্যারিকেডগুলো তুলে দেওয়ায় যানজট তৈরি হয়। 

মঙ্গলবার বেলা ৩টায় মেলা শুরু হবে। চলবে রাত ৯টা পর্যন্ত। তবে রাত সাড়ে ৮টার পর কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন