আমার আকাশ পুরোটাই তোমার
-জোবায়ের আহমেদ নবীন
সেদিন তুমি বলেছিলে
তোমার মাঝে কালচে পাহাড়ের মতো
বড় বড় কষ্টেরা লুকিয়ে আছে,
সে সব কষ্টের কথা কখনো
কাউকে বলা হয় নি তোমার,
এমন কাউকে নাকি খুঁজেই পাওনি
যাকে নির্দ্বিধায় সব বলা যায়।
তোমার হৃদয় গহীনে লুকানো কষ্টেরা
যখন পাহাড়ি ঝর্ণার মতো
স্বচ্ছ স্রোতধারায় নামতে থাকে,
তোমার চোখের রক্তিম আকাশে তাকিয়ে
অন্তহীন ভালোবাসায় আদ্র হয়
আমার কঠিন হৃদয়।
সেদিন তুমি বলেছিলে
চোখবুজে বিশ্বাস করা যায়
এমন কেউ নেই তোমার;
ওই কথা শোনার পর...
বিশ্বাস করো আমি মিটিমিটি হেসেছি,
বারংবার ভেবেছি এগুলো তোমার অভিমান
নাকি নির্মম সত্য?
সেদিন তোমার চোখের সমুদ্রের
অতলে আমায় দেখেছি;
দেখেছি হৃদয়ের গভীরতা!
সেদিন-ই বুঝেছি আমার জন্যে
কতোটা হাহাকার তোমার,
আমায় ছাড়া কতোটা একা তুমি।
অথচ...
পৃষ্ঠা ওল্টালেই গল্পের চিত্র ভিন্ন
আমার এই সব কিছুই আছে,
যা যা নেই বলে তোমার আক্ষেপ।
শান্ত দীঘি অথবা শান বাধানো পুকুরঘাটে
কখনো বসা হয়নি তোমার পাশে
তাইতো তোমায় বলা হয়নি;
হয়তো কখনো জানতেও চাওনি
তবে আজ বলছি শোনো...
আমার আকাশ পুরোটাই তোমার।