ভালোবাসা মানে কী?
-জোবায়ের আহমেদ নবীন
বৈশাখের প্রথম ঝড়ে
এক পশলা বৃষ্টিতে ভিজে
কাক হওয়ার নাম ভালোবাসা।
জ্যৈষ্ঠের কাঠফাটা রোদে
পথিককে ছায়া দেয়া বৃক্ষের
মমতার নাম ভালোবাসা।
আষাঢ়ে অসাঢ় হয়ে ঘরে বসে থাকা
চঞ্চল কিশোরীর পায়ে নকশা আঁকা
আলতার নাম ভালোবাসা।
শ্রাবণের অমিয় ধারায় সিক্ত
পাহাড়ের বুক চিড়ে নামা ঝর্ণার
উচ্ছ্বলতার নাম ভালোবাসা।
ভাদ্রের গুমট গরমে প্রেয়সীর
তাল পাখার বাতাসে খুঁজে পাওয়া
স্বস্তির নাম ভালোবাসা।
আশ্বিণে যখন শরতের বিদায় ঘণ্টা বাজে
সেই মাহেদ্রক্ষণে উৎসবে মাতে মন
তারও নাম ভালোবাসা।
কার্তিক অগ্রহায়ন পৌষ মাঘ
ফাল্গুন চৈত্র জুড়ে যে মানুষটা
হৃদয়জুড়ে তোমায় পুষে রাখে
তার নাম ভালোবাসা।
আকাশের বুকে ঝড় তুলে আসা
কালো মেঘের নামই ভালোবাসা।
ভালোবাসা নিরন্তর বহতা নদীর মতো
হয়তো মাঝে মাঝে শুকিয়ে যায়
বর্ষায় ঠিক যৌবন ফিরে পায়।
ভালোবাসার তুলনা
শুধু ভালোবাসাতেই হয়...!