বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বরিশালে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৩০ যাত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিপিএলে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত! বাংলাবাজার পত্রিকা.কম সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের মারধরের বিচার ও ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের উপাচার্যের বাংলাবাজার পত্রিকা.কম জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে হিতে বিপরীত হবে : নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে সহস্রাধিক ভর্তি বাংলাবাজার পত্রিকা.কম ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করেছে: সালাহউদ্দিন বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের বাংলাবাজার পত্রিকা.কম শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা

বই প্রকাশের রজত জয়ন্তীতে পলাশ মাহবুবের নতুন ৩ বই

বই প্রকাশের রজত জয়ন্তীতে পলাশ মাহবুবের নতুন ৩ বই

দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা পলাশ মাহবুব। লেখালেখির সাথে ছোটবেলা থেকেই যুক্ত। আর তার লেখা বই প্রকাশের শুরু এই শতাব্দীর একদম গোড়ায় অর্থাৎ ২০০০ সাল থেকে। সেই হিসেবে এবছর পলাশ মাহবুবের বই প্রকাশের ২৫ বছর তথা রজত জয়ন্তী। এই ২৫ বছরে প্রকাশিত হয়েছে ৬৬টির মতো বই। যার মধ্যে আছে গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ছড়া, রম্যরচনা ইত্যাদি।


এ বছর এই লেখকের ৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে গত বছরের মেলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘পমার বচন’ বইয়ের নতুন খণ্ড ‘পমার বচন ২’ উল্লেখযোগ্য। এছাড়া আরও প্রকাশিত হয়েছে ভালোবাসা ও প্রেমের ছোট ছোট জীবন ঘনিষ্ট শের-এর সংকলন ‘প্রেমাণুকাব্য’।

শিশু-কিশোরদের জন্য অনেক বছর ধরে ‘লজিক লাবু’ নামে দারুণ এক এডভেঞ্চার সিরিজ লিখছেন পলাশ মাহবুব। এবছর প্রকাশিত হয়েছে লজিক লাবু সিরিজের ৭ম উপন্যাস- ‘তেরো নম্বর তুলকালাম।’ তিনটি বই-ই প্রকাশিত খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে।

‘বই প্রকাশের ২৫ বছর’ এর অনুভূতি সম্পর্কে পলাশ মাহবুব জানান, ‘কখনো ভাবিনি একটানা ২৫ বছর ধরে বই প্রকাশিত হবে। নিঃসন্দেহে অসাধারণ অনুভূতি। লেখালেখি এখন অনেকটা অভ্যাসের মতো হয়ে গেছে। অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবো।’

সম্পাদক : অপূর্ব আহমেদ